ডাবল-পলি-সানগ্লাসের বৈশিষ্ট্য :
১।দুই লেয়ার বিশিষ্ট লেন্স,বাহিরের লেন্স টি সম্পূর্ণ কালো এবং ভেতরের ইউভি ৪০০% প্রটেক্টড ব্লো-গ্রিন মার্কারি এন্টি রিফ্লেক্টেড।
২। TR 90 মেটারিয়াল এ ফ্রেম টি তৈরি, সুতরাং বাকানো বা অধিক চাপ এ ফ্রেম ভাঙবে না।
৩। ফ্রেমের সাথে খুবই উন্নত মানের ডাবল কব্জা দিয়ে হাতল গুলো সংযুক্ত করা।
৪। সানগ্লাসের সাইজ লেন্সের প্রস্থ ৬২ মি.মি., লেন্সের উচ্চতা ৪৪মি.মি. এবং সম্পূর্ণ সানগ্লাসটির প্রস্থ ১৪৩ মিলিমিটার।
৫। এটি নেবার সময় অবশ্যই এটির কোড ZD2101 এটা দেখে নিবেন, নকল গুলোতে এই কোড থাকে না। ।
কেন ডাবল পলি সানগ্লাস ব্যবহার করবেন?১।অরিজিনাল ডাবল পলি সানগ্লাস এর ব্লো-গ্রিন মার্কারি যুক্ত এন্টি রিফ্লেক্টেড গ্লাসটি সূর্যের অতি বেগুনি রশ্নি থেকে আপনার চোখকে সুরক্ষিত রাখে।২। ধুলাবালি থেকে চোখ সুরক্ষিত থাকবে।